এবার ডাক্তারের কাজ করবে মোবাইল!
এবার ডাক্তারের কাজ করবে মোবাইল! তথ্য দেবে প্রাণঘাতী রোগ সম্পর্কে। সে রকমই ব্রাউজার আনছে মোবাইল প্রস্তুতকারী সংস্থা ব্লাকবেরি।
নতুন এই ব্রাউজারটির নাম জিনোমে। নান্টহেলথ সংস্থার সাথে যৌথ উদ্যোগে এই মোবাইল ব্রাউজারটি বাজারে আনছে ব্ল্যাকবেরি। নয়া এই ব্রাউজারের মাধ্যমে পাওয়া যাবে ক্যান্সার সম্পর্কে যাবতীয় তথ্য। শুধু তাই নয়, জানা যাবে চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্যও। তবে নতুন এই ব্রাউজারটি কেবল তাদের পার্সপোর্ট মডেলটিতেই ডাউনলোড করতে পারবেন আগ্রহীর।
প্রসঙ্গত, চলতি বছরের সেপ্টেম্বর মাসে ব্ল্যাকবেরি তাদের পার্সপোর্ট মডেলটি বাজারে আনে।
মন্তব্য চালু নেই