এবার টায়ারে হাওয়া ছাড়াই চলবে গাড়ি!
রাস্তায় হাওয়া ছাড়া চলবে গাড়ি- এমন কথা শুনলে অবাক করারই কথা। তবে কীভাবে? হ্যাঁ, এমন প্রযুক্তি উদ্ভাবন করেছে দক্ষিণ কোরিয়ার একটি প্রতিষ্ঠান।
রাস্তায় কোনো গাড়ির চাকা পাংচার হয়ে গেলে কত বিড়ম্বনা; ঝক্কি-জামেলা! কিন্তু যদি এমন হয়, আপনার গাড়ির চাকা কখনোই পাংচার হবে না; তবে কেমন লাগবে আপনার?
আপনি আনন্দে আত্মহারা ? তাই নয় কি? শুনতে অবাক লাগলেও এমন প্রযুক্তির টায়ার আনছে দক্ষিণ কোরিয়াভিত্তিক টায়ার প্রস্তুতকারক কোম্পানি হ্যানকুক।
এরই মধ্যে প্রতিষ্ঠানটির তরফে বিজ্ঞপ্তি দিয়ে এমন তথ্য জানানো হয়েছে।
এক খবরে বিজিআর নিউজ জানিয়েছে, খুব শিগগিরই প্রোটোটাইপ টায়ার বাজারে আনবে হ্যানকুক। তবে এখনো কোম্পানিটি বাজারের রোডম্যাপ তৈরি করেনি।
এই টায়ারের পরীক্ষামূলক প্রস্তুতি মাত্র শেষ করেছে তারা। হ্যানকুক টায়ারটির নাম দিয়েছে আইফ্লেক্স। এই টায়ারে কোনো ধরনের হাওয়া দেয়ার প্রয়োজন হবে না। পরিবেশ-বান্ধব হবে এটি।
মন্তব্য চালু নেই