এবার জোড়া মাথার ইঁদুর বানাল চীন
ইঁদুরের মাথা সফলভাবে প্রতিস্থাপন করতে সক্ষম হয়েছে চীনের হারবিন মেডিক্যাল বিশ্বিবিদ্যালয়ের গবেষকরা। প্রতিস্থাপনের পর ইঁদুরের মাথাটি স্বাভাবিকভাবেই চোখের পলক ফেলতে সক্ষম হয়েছে। এমনকী যন্ত্রণার বোধও তার মধ্যে ছিল। জোড়া মাথা নিয়ে ইঁদুরটি ৩৬ ঘণ্টা পর্যন্ত বেঁচে ছিল।
চলতি বছরেই মানুষের মাথা প্রতিস্থাপন করতে যাচ্ছেন বিজ্ঞানীরা। অপারেশনের সময় কীভাবে মস্তিষ্কের টিস্যুর ক্ষতি এড়ানো যায় তা দেখতে এমন ব্যতিক্রমধর্মী পরীক্ষাটি করা হয়। বৃটিশ সংবাদমাধ্যম সান এ খবর প্রকাশ করেছে।
প্রতিস্থাপনের জন্য বেছে গবেষকরা বেছে নেন ভিন্ন আকারের দু’টি সাদা ইঁদুরকে। ছোট মাথার ইঁদুরটিকে দাতা হিসেবে নিয়ে, তার মাথা গ্রাফটিং করে বসিয়ে দেওয়া হয় বড় মাথার গ্রহীতা ইঁদুরের পিছনের দিকে, ঘাড়ের ঠিক ওপরে। রক্তক্ষরণজনিত ক্ষতি এড়িয়েই তারা ইঁদুরের মাথা সফলভাবে প্রতিস্থাপন করতে সক্ষম হন।
মন্তব্য চালু নেই