এবার জাফলংয়ে পাথরচাপায় ২ শ্রমিকের মৃত্যু

সিলেটের কোম্পানীগঞ্জের শারপিন টিলা ও গোয়াইনঘাটের বিছনাকান্দি পাথর কোয়ারিতে গর্তের পাড় ধসে ৮ জন নিহতের জের কাটতে না কাটতে এবার জাফলংয়ের সংগ্রামপুঞ্জি এলাকায় পাথরচাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে হারুন মিয়ার কোয়ারিতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল গ্রামের মদরিস আলীর ছেলে কামরুজ্জামান ও জিয়াদুর রহমানের ছেলে তাজউদ্দিন।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. দেলওয়ার হোসেন বলেন, সংগ্রামপুঞ্জি এলাকায় হারুন মিয়া নামের এক ব্যক্তি চুনাপাথর উত্তোলন করে আসছিলেন। তার কোয়ারিতে পাথর উত্তোলনকালে বিকেলের দিকে পাথরচাপা পড়ে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়াও এ ঘটনায় আবদুর রশিদ নামে আরেক শ্রমিক গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে গত ২৩ জানুয়ারি শারপিন টিলায় পাথর উত্তোলনকালে ৫ শ্রমিক ও পরে বিছনাকান্দি কোয়ারিতে পাথর উত্তোলনকালে আরো ৩ শ্রমিকের মৃত্যু হয়।



মন্তব্য চালু নেই