এবার ছেলেকে দলে ডাকলেন জিদান

ইনজুরি সমস্যায় ভুগছে রিয়াল মাদ্রিদ। সে কারণে একাদশ সাজাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে।

এমন সময় দলে ডাকা হয়েছে রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদানের ছেলে এনজো ফার্নান্দেজকে।

তবে রিয়ালের মূল দলের সঙ্গে এবারই প্রথম অনুশীলন করছেন না ফার্নান্দেজ। এর আগেও তিনি মূল দলের সঙ্গে বেশ কয়েকবার অনুশীলন করেছেন। তবে এবারই প্রথম তিনি এমন একটি দলের সঙ্গে অনুশীলন করছেন যে দলের কোচ তার বাবা।

গ্যারেথ বেল ইনজুরিতে। ইনজুরিতে করিম বেনজেমা। এমন কী পুরোপুরি ফিট নন পেপে ও মার্সেলো। এমন সময় দলে ডাকা হয়েছে এনজো ফার্নান্দেজকে। এখন দেখার বিষয় মূল দলে খেলার সুযোগ হয় কিনা তার।

শুধু এনজো নয়, তার আরো তিন ছোটভাই রিয়ালের একাডেমিতে খেলছে। জিদান যদি লম্বা সময়ের জন্য রিয়ালের কোচের দায়িত্বে থাকতে পারেন তাহলে একদিন হয়তো তার চার ছেলেই ক্লাবটির মূল দলের হয়ে খেলার সুযোগ পাবে।

শনিবার স্প্যানিশ লা লিগায় নগর প্রতিদ্বন্দ্বি অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল।



মন্তব্য চালু নেই