এবার ঘুমন্ত যুবকের পায়ুপথে হাওয়া, আটক ২

রাজধানীর বাড্ডা সাতারকুলে আহসান (২৫) নামের এক কাঠমিস্ত্রির পায়ুপথে হাওয়া দিয়েছে সহকর্মী সাদ্দাম ও কামরুল।

শনিবার বেলা ১২টার দিকে গুরুত্বর অবস্থায় আহসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরে পায়ুপথে হাওয়া দেয়ার অভিযোগে সহকর্মী সাদ্দাম ও কামরুলকে আটক করে ঢামেক পুলিশ ক্যাম্প। তথ্যটি নিশ্চিত করেন ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক।

সহকর্মীদের বরাত দিয়ে তিনি জানান, সকাল ১০টার দিকে আহসান ঘুমিয়ে ছিলেন। এসময় সহকর্মীরা দুষ্টুমি করে তার পায়ুপথে হাওয়া দেয়। এতে আহসানের পেট ফুলে যায়। পরে তাকে গুরুত্বর অবস্থায় ঢামেকে ভর্তি করা হয়।

জিজ্ঞাসাবাদের জন্য সহকর্মী সাদ্দাম ও কামরুলকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত বছরের ৩ আগস্ট বিকেলে খুলনা নগরীর টুটপাড়া এলাকায় শরীফ মটরসে কম্প্রেসার মেশিন দিয়ে শিশু রাকিবের পায়ূপথে হাওয়া ঢুকিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শরীফ ও মিন্টু মিয়াকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে বিক্ষুব্ধ জনতা। পরে শরীফের মা বিউটি বেগমকেও গ্রেপ্তার করে পুলিশ। পরে এ ঘটনায় দুজনকে ফাঁসির আদেশ দেন আদালত।



মন্তব্য চালু নেই