এবার গোঁফে চুমকি লাগিয়ে বড় দিন উৎযাপন!

আসছে আগামী ২৫শে ডিসেম্বর, খ্রিস্টান ধর্মের সবচেয়ে বড় উৎসব বড়দিন। এই দিন নিয়ে এখনি উৎসবের আমেজ শুরু হয়ে গেছে বিভিন্ন খ্রিস্টান প্রধান দেশে। এবারের নতুন আকর্ষণ গোঁফে গ্লিটার।

বড়দিন উৎযাপনের লক্ষ্যে খ্রিস্টান ধর্মের অনুসারীরা তাদের ঘরে খ্রিস্টমাস গাছ লাগায়। এবার নতুন ফ্যাশন ট্রেন্ড হিসেবে পুরুষেরা তাদের গোঁফে চুমকি লাগাচ্ছেন।

কিন্তু মজার বিষয় হল এভাবে অনেকক্ষণ পর্যন্ত থাকা সম্ভব নয়। কারণ খাবার জন্য মুখ খুলা হলেই মুখে চলে যেতে পারে এই গ্লিটার। যা অবশ্যই স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর।

বড়দিনের পার্টিতে কারও এভাবে যাবার ইচ্ছা নেই আপাতত। তবে পুরুষেরা যেমন তাদের গোঁফে চুমকি বা গ্লিটার লাগিয়ে বড়দিনের আগমনের বার্তা দিচ্ছেন, সেভাবে মেয়েরাও পিছিয়ে নেই। তারা তাদের মুখে গোঁফের ন্যায় রং করে তার উপর চুমকি লাগিয়ে বড়দিনের বার্তা দিচ্ছেন।–সূত্র: মেট্রো।



মন্তব্য চালু নেই