এবার গরমে পরিধানের জন্য এলো জ্যাকেট!

গরমেও জ্যাকেট, শ্রাগ বা কটি, পঞ্চো এখন অহরহই পড়ছে তরুণীরা। কি ভয় পাচ্ছেন তো? না ভয় পাওয়ার কিছু নেই। জ্যাকেটগুলো গরমের জন্যই তৈরী।

জর্জেট, শিফন, নিট বা গেঞ্জি কাপড় দিয়ে তৈরি হচ্ছে এই জ্যাকেটগুলো, যা এ সময়ে পরার উপযোগী। সামনে খোলা, বোতাম ছাড়া এই পোশাকগুলো ঢিলেঢালা বলে অস্বস্তি বোধ হওয়ারও কোনো কারণ নেই।

জ্যাকেটের নিচে ইনার হিসেবে কখনো থাকছে টি-শার্ট, শার্ট, ফতুয়া অথবা কামিজ। হাফ স্লিভ, ফুল স্লিভ, স্লিভলেস—সব রকম হাতাই চলছে। হাতার কাটেও দেখা যাচ্ছে বৈচিত্র্য। ছোট হাতার মধ্যে কুঁচি দেওয়া ও ঘটিহাতা খুব চলছে। শ্রাগ আর কটিতে সামনে-পেছনে অসমান কাটও এখন চলছে।

জিনসের প্যান্ট আর টপসের সঙ্গে যেমন এটি মানায়, তেমন ভালো লাগে স্কার্ট টপের সঙ্গেও। গাউন, ম্যাক্সি ড্রেস, হাতাকাটা কামিজের সঙ্গেও চাইলে এটি পরা যেতে পারে।



মন্তব্য চালু নেই