এবার কোপা আমেরিকার ফাইনালের দেখা মিলবে গ্রুপ পর্যায়েই!

গত বছরের কোপা আমেরিকার ফাইনালের লড়াই এবার দেখা যাবে গ্রুপ পর্যায়েই। টুর্নামেন্টের ‘ডি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন চিলির মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। গ্রুপে তাদের সঙ্গী পানামা ও বলিভিয়া। ২০১৬ সালের কোপা আমেরিকার ড্র গত রোববার নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টটির ১০০ বছর পূর্তি হিসেবে আয়োজিত এই বিশেষ আসর হবে যুক্তরাষ্ট্রে।

ব্রাজিলের সঙ্গে ‘বি’ গ্রুপে আছে ইকুয়েডর, হাইতি ও পেরু। সেই অর্থে গ্রুপ পর্বে আর্জেন্টিনার চেয়ে বেশ সুবিধাজনক অবস্থানেই আছা ব্রাজিল। আট বারের চ্যাম্পিয়ন ব্রাজিল শেষ বার ট্রফিটি জিতেছিল ২০০৭ সালে।

শিরোপার আরেক দাবিদার উরুগুয়ের সঙ্গে ‘সি’ গ্রুপে আছে মেক্সিকো, জ্যামাইকা ও ভেনিজুয়েলা। আর ‘এ’ গ্রুপে আমেরিকার সঙ্গী কলম্বিয়া, কোস্টা রিকা ও প্যারাগুয়ে। ৩ থেকে ২৬ জুন যুক্তরাষ্ট্রের ১০টি ভেন্যুতে বসবে কোপা আমেরিকার এই বিশেষ আসর। ২৬ জুন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে ফাইনাল।



মন্তব্য চালু নেই