এবার ইনুকে নিয়ে নাসিম যা বললেন…

জঙ্গিবাদ ছাড়া ইনু সাহেব কোন কথা বলেন না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়াদী উদ্যানে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) আয়োজিত জাতীয় সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

নাসিম বলেন, আমাদের তথ্যমন্ত্রী যখন কথা বলে সবচেয়ে বেশি জঙ্গিবাদের কথাই বলে। তিনি চায় দেশে সব জঙ্গিবাদের অবসান ঘটুক।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপি বার বার নির্বাচনে পরাজিত হয়ে ট্রেন মিস করেছে। নির্বাচনে হেরে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে।

জাতীয় সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন প্রমুখ।



মন্তব্য চালু নেই