এবার আসছে ‘মোদি শাড়ি’
ভোটের প্রচারে বরাবরই চমক দেয় বিজেপি। বিশেষ করে নরেন্দ্র মোদি এদিক থেকে বোধহয় সবার থেকে এগিয়ে। ডিজিটাল মাধ্যমে প্রচার হোক কিংবা সাধারণ প্রচার- বরাবরই পরিকল্পনার অভিনবত্বে বিপক্ষদের মাত দেয় তারা। এবার সেরকমই একটি চমকপ্রদ ভাবনার বাস্তবায়ন হতে চলেছে।
এর আগে পধানমন্ত্রী পদপ্রার্থী হয়ে নির্বাচনের সময় ‘চায়ে পে চর্চা উইথ নমো’ (মোদির সঙ্গে চা পান) শীর্ষক অভিনব নির্বাচনী প্রচার শুরু করেছিলেন মোদি। সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের উদ্দেশ্যে এ কর্মসূচির মাধ্যমে ২৭টি রাজ্যের ৩০০ শহরের এক হাজার চায়ের দোকান বাছাই করেন তিনি। সব স্থানে তিনি সরাসরি যাননি। তবে যেখানে যেতে পারেননি সেখানে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে ভিডিও কলের মাধ্যমে মানুষের সঙ্গে যোগ দেন। ফল হাতেনাতেই পেয়েছেন।
এবার নারীদের মন জয় করতে নতুন কৌশল নিয়েছেন প্রধানমন্ত্রী। সবার কাছে থাকতে এবার ভোটের আসরে আসছে ‘মোদি শাড়ি’। আর এর মাধ্যমেই তিনি ভোটারদের একেবারে কাছে যেতে চাইছেন।
মন্তব্য চালু নেই