এফবিসিসিআই’র নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২৩ মে

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর ২০১৫-২০১৭ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী ২৩ মে, ২০১৫ তারিখে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার এফবিসিসিআইতে অনুষ্ঠিত নির্বাচন বোর্ডের সভায় এ নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোঃ আলী আশরাফ,এম.পি।
সদস্য জনাব মোঃ শামসুল আলম ও জনাব কে.এম. এন. মঞ্জুরুল হক লাভলু সভায় উপস্থিত ছিলেন।

ঘোষিত তফসিল অনুযায়ী বকেয়া চাঁদা পরিশোধের তারিখ ২৪ মার্চ, সদস্য সংস্থা (চেম্বার/এসোসিয়েশন) হতে প্রতিনিধি/ভোটার মনোনয়নের সর্বশেষ তারিখ ২৫ মার্চ, প্রাথমিক ভোটার তালিকা ৩০ মার্চ, চূড়ান্ত ভোটার তালিকা ৯ এপ্রিল, পরিচালক পদে প্রার্থীতা দাখিলের তারিখ ১৯ এপ্রিল, পরিচালক পদে নির্বাচন ২৩ মে এবং সভাপতি, প্র ম সহসভাপতি ও সহ-সভাপতি পদে ২৫ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।



মন্তব্য চালু নেই