এপ্রিলে মেট্রোরেলের মূল কাজ শুরু
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওরায়দুল কাদের বলেছেন, এপ্রিলে রাজধানীতে মেট্রোরেলের মূল কাজ শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কাজের উদ্বোধন করবেন।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কাছে কদম ফোয়ারা এলাকায় বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ২০১৯ সালে মেট্রোরেলের কাজ শেষ হবে।
ওরায়দুল কাদের বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন আইনে চালকদের পাশাপাশি মালিকদেরও শাস্তির আওতায় আনা হচ্ছে। এমন বিধান রেখেই আইন চূড়ান্ত করা হবে

















মন্তব্য চালু নেই