এপ্রিলের মধ্যেই সিটি নির্বাচনের পরামর্শ

ঢাকা উত্তর-দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন এপ্রিলের মধ্যেই সেরে ফেলার জন্য নির্বাচন কমিশনকে পরামর্শ দিয়েছেন আইজিপি এ কে এম শহীদুল হক।

সোমবার বিকেলে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে বেরিয়ে এসে সাংবাদিকদের এ কথা জানান পুলিশ প্রধান।

শহীদুল হক সাংবাদিকদের জানান, তাদের পক্ষ থেকে এপ্রিলের মধ্যে সিটি করপোরেশন নির্বাচন সম্পন্ন করার প্রস্তাব দেয়া হয়েছে। এ প্রস্তাবের জবাবে সিইসি তা ভেবে দেখার আশ্বাস দিয়েছেন।

আইজিপির পক্ষ থেকে তিন সিটি করপোরেশেন নির্বাচন আলাদা দিনে করার প্রস্তাব দেয়া হলেও সে বিষয়ে নাসূচক ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। আইজিপি বলেন, তিনি (সিইসি) বলেছেন, ‘নির্বাচন সম্ভবত এক দিনেই হবে।’

নির্বাচন অনুষ্ঠানের জন্য সুষ্ঠু পরিবেশ আছে কি না- সিইসির এমন জিজ্ঞাসায় আইজিপি তাকে বলেছেন, ‘আমরা দ্বিধাহীনভাবে বলেছি নির্বাচন অনুষ্ঠানের জন্য সুষ্ঠু পরিবেশ রয়েছে। তফসিল ঘোষণা করা হলে, প্রার্থী ও জনগণ যখন নির্বাচনমুখী হবে তখন পরিবেশ আরো উন্নত হবে। নির্বাচন সুষ্ঠু করতে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হবে।’

আইজিপি-সিইসির এ সাক্ষাতের সময় সেখানে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াও উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই