এতিমদের নিয়ে আজ খালেদার ইফতার পার্টি
আজ পবিত্র মাহে রমজান। প্রথম রোজায় এতিম ও আলেম ওলামাদের সাথে একসঙ্গে ইফতার করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির নেত্রীর মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খানের বরাত দিয়ে ইউএনবি জানায়, নগরীর লেডিস ক্লাবে এই ইফতার পার্টি আয়োজন করবেন খালেদা জিয়া।
ইফতার পার্টিতের যোগ দিতে রাজধানীর বিভিন্ন জায়গার ২ শতাধিক এতিম-দু:স্থ ছেলে-মেয়ে এবং ইসলামী চিন্তাবিদদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান শায়রুল কবির খান। ইফতারের পূর্ব মুহুর্তে দেশ ও দেশের মানুষের শান্তি-সমৃদ্ধি কামনা করে দোয়া করা হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং কিছু সিনিয়র নেতৃবৃন্দ ইফতার পার্টিতে উপস্থিত থাকবেন।
এছাড়া, দেশের বিশিষ্ট রাজনীতিবিদদের সম্মানে আগামী ২১ জুন রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে আরেকটি ইফতার পার্টি আয়োজন করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপির সেদিনের ইফতার পার্টিতে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দরে আমন্ত্রণ জানানো হয়েছে। এমনকি আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকেও।
মন্তব্য চালু নেই