এডিসি রেভিনিউ পরিচয়ে ২৫হাজার টাকা নেওয়ার চেষ্টায় কলারোয়া থানায় জিডি

জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ এডিসি রেভিনিউ সাতক্ষীরা পরিচয় দিয়ে ২৫হাজার টাকা প্রতারনামূলক নেওয়ার চেষ্টায় কলারোয়া থানায় জিডি করলেন ইউপি চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম। থানায় দেওয়া জিডি সুত্রে জানা গেছে, কলারোয়া উপজেলার ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মাস্টার নরুল ইসলামের কাছে গত বৃহস্পতিবার বেলা ১টার দিকে সাতক্ষীরা এডিসি রেভিনিউ অরুন কুমার মন্ডল পরিচয় দিয়ে-০১৭১৮৫৯৯০৪৮ নম্বর থেকে ফোন করেন।

পরে তিনি বলেন স্বাস্থ্য মন্ত্রানায়লে সচিবের সাথে কথা বলার জন্য। এসময় তিনি সচিবের ০১৭১৫-০০৭২৬৬ নম্বরটি দেন। ওই নম্বরে ইউপি চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম ফোন করলে বলা হয়। আপনার ইউনিয়নে মাহবুব,মাতা-হালিমা বেগম,পিতা-শহিদুল ইসলাম,খাসপুর। এই মাহবুব মন্ত্রী মহোদয়ের বাসার ঝাড়–দার। এর আম্মা হালিমা বেগম রোড় দুর্ঘটনায় বৃহস্পতিবার ঢাকাতে মারা গেছে। গরীব মানুষ ভেবে মোহাম্মাদ নাসিম মন্ত্রী মহোদয় ২লাখ টাকার একটি চেক আপনার নামে দিয়েছে। এর থেকে ২৫হাজার টাকা এক্ষুনে আরিফ হিসাবরক্ষণ অফিসার আঞ্জুমান মফিদুল ঢাকা মোবাইল নম্বর-০১৭৩৩৪৫৭৩৬৪ নম্বরে বিকাশ করে পাঠান।

পরে চেয়ারম্যান সাহেব ওই নম্বরে ফোন দিলে তিনিও টাকা পাঠাতে বলেন এবং একজনের কাছে ফোনটি দিয়ে বলে আমি এসঅ্াই কামরুল সাতক্ষীর্ াপুলিশ লাইন। ওনার সাথে আমি কথা বলেছি লাশটি নেওয়ার জন্য আমি সাতক্ষীরা এসপি স্যার আমাকে পাঠিয়েছে আপনি ২৫হাজার টাকা না পাঠালে লাশবাহী এ্যাম্বুলেন্স গাড়িটি এখান থেকে ছাড়বে না। পরে ইউপি চেয়ারম্যান সাহেব খাসপুর ইউনিয়নের মেম্বর নুর হোসেন জুলুল কাছে ফোন নম্বরটি দিয়ে উক্ত বিষয়টি খোজ খোবর নিতে বলি। পরে ইউপি সদস্য শহিদুল ইসলাম ফোন দিয়ে বলে তার এলাকায় এধরনের কোন ঘটনা ঘটেনি। এর পরে ইউপি চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে জানান।

এবিষয়ে কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরী নং-৪০(১২)১৬ হয়েছে।



মন্তব্য চালু নেই