‘এটি বিচ্ছিন্ন ঘটনা, দেশে আইএস নেই’

রাজধানীর কূটনৈতিক পাড়ায় ইতালীয় নাগরিক হত্যাকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। দেশে আইএস নেই। আইএস এর দাবির সত্যতাও পাওয়া যায়নি।

মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতালি নাগরিককে গুলশানের কূটনৈতিক পাড়ায় যেভাবে খুন করা হয়েছে তাতে পরিকল্পিত মনে হয়েছে। এর সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

তিনি বলেন, বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই। তাদের কাজে উদ্বুদ্ধ হয়ে এ দেশে কেউ কেউ হয়তো প্রচেষ্টা চালাতে পারে। তবে সন্দেহজনকভাবে এ পর্যন্ত যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে আইএসে সম্পৃক্তার প্রমাণ মেলেনি।

আসাদুজ্জামান খান কামাল বলেন, বিদেশি নাগরিক হত্যার ঘটনাকে অস্ট্রেলিয়া ক্রিকেট দল অজুহাত হিসেবে দাঁড় করাবে না বলে আশা করি।



মন্তব্য চালু নেই