এটিএম বুথে সন্ত্রাসীদের মুখোমুখি হলে কি করবেন?

দেশে ব্যাংকের পাশাপাশি এটিএম বুথের চাহিদা এখন আগের তুলনায় অনেক বেশি বেড়ে গেছে এবং দিনে দিনে তা আরো বাড়তে থাকবে। বুথ থেকে প্রয়োজন মত যখন ইচ্ছা টাকা তোলা যায়।

এটিএম বুথের গ্রাহক সংখ্যা দিন দিন বাড়লেও বুথের নিরপত্তা ব্যবস্থা খুবই দূর্বল। শুধুমাত্র সিকিউরিটি গার্ড ছাড়া নিরাপত্তা দেওয়ার মত সেখানে আর কেউ থাকে না। তাই যেকোন মুহুর্তে বিপদে পড়ার সম্ভাবনা থেকেই যায়। এছাড়া দেশে সংঘবদ্ধ অপরাধী চক্রের তো কোন অভাবই নেই। তাই সাবধানে থাকতে হবে সবসময়।

এটিএম বুথে টাকা তুলতে গিয়ে যদি কখনও সন্ত্রাসীর মুখোমুখি হন তাহলে কি করবেন জানেন কি? না জানলে জেনে নিন।

তখন আপনাকে যা করতে হবে তা হল…

কোন অবস্থাতেই সন্ত্রাসীদের সাথে তর্ক করবেন না। তর্ক করতে গেলে বিপদ বাড়বে। কারণ জীবনের মূল্য অর্থের চেয়ে অনেক বেশি। সুতরাং সন্ত্রাসীরা আপনার কাছে কার্ডের পিন নাম্বার চাইলে দিয়ে দিন তবে কিছুটা কৌশল অবলম্বন করে। নাম্বারটি যদি ৯৮৭৬ হয় তবে আপনি বলবেন উল্টো দিক থেকে। যেমন- ৬৭৮৯। এতে যেটা হবে, টাকা ঠিকই বের হবে কিন্তু মেশিনের ভিতর আটকে থাকবে এবং কন্ট্রোল রুমে সিগন্যাল চলে যাবে যে আপনি বিপদগ্রস্থ হয়েছেন। ফলে আপনিও বাঁচবেন আপনার টাকাও বাঁচবে। সিস্টেমটি বাংলাদেশের সব এটিএম বুথেই চালু আছে। শুধু নিজেরা সামান্য সচেতন হলেই হবে।



মন্তব্য চালু নেই