এটিএম জালিয়াতি: টাকা ফেরত পেয়ে খুশি গ্রাহক

জালিয়াতির মাধ্যমে এটিএম থেকে গ্রাহকের তুলে নেয়া টাকা ফেরত দিয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে চেক হস্তান্তর অনুষ্ঠানে অর্থ ফেরত দেয়া শুরু করে ইবিএল।

ক্ষতিগ্রস্ত ২২ গ্রাহককে টাকা ফেরত দেয়ার কথা থাকলেও অনুষ্ঠানে পাঁচজন উপস্থিত ছিলেন। এরা হলেন- মাহবুবা আক্তার, দীপর চন্দ্র দে, শাসিফুজ্জামান, মো. কামরুজ্জামান ও আবু মুসা তারিক।

মাহবুবা আক্তারকে ৮০ হাজার টাকা, শাসিফুজ্জামানকে ১ লাখ ৬০ হাজার টাকা, দীপরকে ৭ হাজার টাকা এবং মো. কামরুজ্জামান ও আবু মুসা তারিককে ৫ হাজার টাকা করে ফেরত দেয়া হয়।

টাকা পাওয়ার পর ক্ষতিগ্রস্থরা জানান, টানা ফেরত পাব কি না এ নিয়ে সংশয়ে ছিলাম। অবশেষে টাকা ফেরত পেয়ে খুব ভালো লাগছে।

ক্ষতিগ্রস্ত বাকি গ্রাহকদের টাকাও পর্যায়ক্রমে ফেরত দেওয়া হবে বলে জানানো হয়।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা, নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা ও ইবিএল-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হাসানুর রশিদ।

গত শুক্রবার রাজধানীর বনানী ও মিরপুরের বিভিন্ন বুথ থেকে স্কিমিং ডিভাইসের মাধ্যমে গ্রাহকের ডেবিট কার্ডের তথ্য ও পাসওয়ার্ড চুরি করে ক্লোন কার্ড তৈরি করে টাকা তুলে নেয় একটি চক্র। এই চক্রের সঙ্গে একাধিক বিদেশি নাগরিক জড়িত বলে প্রাথমিক তদন্তে বেরিয়ে আসে। ঘটনার পর থেকে পাঁচ বিদেশিকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়।



মন্তব্য চালু নেই