এখনো অনুমতির অপেক্ষায় বিএনপি : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আশা করছি সরকারের শুভবুদ্ধির উদয় হবে। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শিগগিরই সমাবেশের অনুমতি দেবে সরকার। আমরা এখনো অনুমতির অপেক্ষায় আছি।

সোমবার বেলা সোয়া ১১টায় শেরে বাংলা নগরস্থ জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে এসে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগ সবসময় ইতিহাস অবমূল্যায়ন করে আসছে। ইতিহাসের স্বাতত্রকে বিকৃত করছে। তাই বিপ্লব ও সংহতি দিবসে সমাবেশের অনুমতি নিয়ে টালবাহানা করছে।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশকে বিশ্বের দরবারে খারাপভাবে উপস্থাপন করতে তারা একের পর এক মন্দিরে হামলা করছে। অথচ তার দ্বায় বিরোধীদলের উপর চাপিয়ে বিএনপিকে দমন করার চেষ্টা করছে।

এদিকে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সোমবার সকাল থেকেই দলের শীর্ষ নেতারাসহ অঙ্গ ও সংহযোগী সংগঠনের নেতারা জিয়ার সমাধিস্থলে জড়ো হন। পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানে সমাধিতে শ্রদ্ধা জানান তারা।

উল্লেখ্য, বিএনপি আজকের দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করলেও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দিবসটি মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস হিসেবে পালন করে।



মন্তব্য চালু নেই