এখনও পাক-ভারত সিরিজ চান সৌরভ

এ বছর আর ভারত-পাকিস্তান সিরিজ হওয়ার কোন সম্ভাবনাই নেই। দুই দেশের বোর্ড থেকেই স্থগিত ঘোষণা করা হয়েছে এ সিরিজ। কিন্তু ক্রিকেট ভক্তদের পাশাপাশি সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলীও এখনো এ সিরিজের আশা করে আছেন।

সৌরভের মতে, ক্রিকেটের স্বার্থেই এই সিরিজ হওয়া উচিৎ। সৌরভ বলেন, ‘ভারত-পাকিস্তান লড়াই দুই দেশের ক্রিকেটের জন্য সব সময় ভালো খবর৷ আমি সব সময় দ্বিপাক্ষিক সিরিজের পক্ষে।’ এর আগে পাকিস্তানের কিংবদন্তি বোলার ওয়াসিম আকরামও এ সিরিজের পক্ষে রায় দিয়েছিলেন। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান শাহরিয়ার খান এই সিরিজ ক্লোজ ঘোষণা করে দিয়েছিলেন অনেক আগেই।

মঙ্গলবার রাচিতে এক অনুষ্ঠানে বর্তমান ভারত ক্রিকেটের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন সৌরভ। সেখানেই এই সিরিজ নিয়ে কথা বলেন তিনি। যুবরাজ সিংয়ের দলে ডাক পাওয়া এবং ধোনিকে আরো বেশি দিন দলে রাখা বিষয়েও কথা বলেন তিনি।

চলতি মাসে আবুধাবিতে ভারত-পাকিস্তানের টেস্ট সিরিজ হওয়ার কথা ছিল৷ কিন্তু, দু’দেশের রাজনৈতিক পরিস্থতির কারণে শেষ পর্যন্ত প্রস্তাবিত সিরিজ স্থগিত হয়ে যায়।



মন্তব্য চালু নেই