এক সপ্তাহে তেলের দাম কমছে প্রায় ১০ টাকা

আগামী এক সপ্তাহের মধ্যে প্রথম ধাপে প্রায় ১০ টাকা কমানো হচ্ছে জ্বালানি তেলের দাম। তবে বিদ্যুৎ ও গ্যাসের দাম এখনই কমছে না।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বুধবার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, জ্বালানি তেলের দাম কমানোর বিষয়ে কয়েকদিনের মধ্যেই প্রজ্ঞাপন জারি করা হবে। আশা করি, তেলের দাম কমলে যানবাহনে ভাড়া কমে আসবে। এতে জনগণ সুফল পাবে।

প্রতিমন্ত্রী বলেন, কেরোসিন, অকটেন, পেট্রোলসহ জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে। তিন ধাপে মূল্য কমানো হবে। প্রথম ধাপ এক সপ্তাহের মধ্যে, দ্বিতীয় ধাপ ৫-৬ মাস পর, বাকিটা এর পরে করা হবে। তবে তিন ধাপে কত টাকা কমবে, তা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।



মন্তব্য চালু নেই