এক ম্যাচ জিতলেই ৪৫ হাজার ডলার!

বিশ্বকাপ মানেই ভিন্ন জিনিস। ভিন্ন উন্মাদনা কাজ করে। কোনো লোভ-লালসা মাথায় রেখে কেউ বিশ্বকাপ খেলতে যায় না। কিন্তু আইসিসি যে ঘোষণা দিয়েছে সেটা সত্যিই লোভনীয়। আগে বিশ্বকাপের গ্রুপ পর্বে একটি ম্যাচ জিতলে যে পরিমাণ অর্থ পুরস্কার দেওয়া হত এবার তার চেয়ে ২৫ গুণ বেশি অর্থ দেওয়া হবে। আর সেটার পরিমাণ দাঁড়িয়েছে ৪৫ হাজার ডলার। বাংলাদেশি টাকায় ৩৫ লাখ ৭৭২ টাকা।

গ্রুপ পর্ব থেকে যারা বাদ পড়বে তাদেরকেও খালি হাতে ফিরতে হবে না। বাদ পড়া ৬টি দল প্রত্যেকে পাবে ৩৫ হাজার ডলার করে। আর কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়া প্রত্যেকটি দল পাবে ৩ লাখ ডলার। সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দল পাবে ৬ লাখ ডলার করে। রানার্স আপ দলকে দেওয়া হবে সাড়ে ১৭ লাখ ডলার। চ্যাম্পিয়ন দল পাবে সাড়ে ৩৭ লাখ ডলার। তবে অপরাজিত চ্যাম্পিয়ন হতে পারলে তাদের পুরস্কারের অর্থ দাঁড়াবে ৩৯ লাখ ৭৫ হাজার ডলার।

সব মিলিয়ে ২০১৫ ক্রিকেট বিশ্বকাপের খরচ ধরা হয়েছে ১৩ মিলিয়ন ডলার।



মন্তব্য চালু নেই