এক পদের জন্য ৯ মন্ত্রীর সুপারিশ!

মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) অফিসের একটি পদের জন্য দরখাস্তের ওপর লিখিত আকারে ছয় মন্ত্রী, দুই প্রতিমন্ত্রী এবং সংসদীয় কমিটির এক সভাপতিসহ সরকারী দলের প্রায় একডজন নেতা সুপারিশ করেছেন।

বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডির ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কার্যালয়ে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এমনই এক ভয়াবহ তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

সিএজি’র সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক প্রতিবেদনের মাধ্যমে বিরল এই তথ্যটি তুলে ধরা হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, সিএজির মধ্যম সারির একটি পদের জন্য পদপ্রার্থীর দরখাস্তের ওপর প্রায় এক ডজন নেতা-মন্ত্রীর সুপারিশ দেখে আমরা বিষ্মিত হয়েছি।

তিনি বলেন, আমরা এর প্রতিকারও চাই। তবে কৌশলগত কারণে তিনি পদ ও সুপারিশকারী মন্ত্রীদের নাম প্রকাশ করনেনি।



মন্তব্য চালু নেই