এক ছাদের নিচে বিরাট-আনুষ্কা!

বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে পরিচয়, সেখান থেকেই প্রেম। এবার একধাপ এগিয়ে এক ছাদের নিচে আসছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহেলি ও বলিউড তারকা আনুষ্কা শর্মা।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম দৈনিক ডেক্কান ক্রনিকল জানায়, চলতি বছরের শেষে নিজেদের প্রেমকে পরিণয়ের রূপ দেওয়ার কথা ভাবছেন বিরাট আনুষ্কা। আর এ লক্ষ্যে মুম্বাইয়ের ভারসোভা এলাকায় নতুন ফ্ল্যাট খুঁজছেন এই জুটি।

প্রেম নিয়ে দীর্ঘ দিন লুকোচুরি খেলার পর গেল বছরের শেষের দিকে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেন ভিরাট-আনুশকা। আর কিছু দিন আগে ক্রিকেট মাঠে নিজের শতক উদযাপনে গ্যালারিতে বসে থাকা আনুশকার দিকে উড়ন্ত চুম্বন ছুঁড়ে দেন ভিরাট। শুধু তাই নয়, সম্প্রতি মুক্তি পাওয়া আনুশকার সিনেমা ‘এনএইচটেন’ দেখে মাইক্রোব্লগিং সাইট টুইটারে তাকে নিজের ‘ভালোবাসা’ সম্বোধন করে প্রশংসামূলক টুইট করতেও ভোলেননি এই ক্রিকেটার।

সমালোচকরা বলছেন, একসঙ্গে বসবাস শুরু করার পর দেরি না করে বিয়ের পর্বটিও সেরে ফেলবেন ভিরাট-আনুশকা।



মন্তব্য চালু নেই