এক ইলিশে জরিমানা, চারটিতে জেল
প্রজনন মওসুমে ডিমওয়ালা মাছ নিধন বন্ধে সরকারি ঘোষণার পর একটি ইলিশ নিয়ে ধরা পড়লে জরিমানা গুনতে হবে ক্রেতাকে। তবে চারটির বেশি ইলিশ নিয়ে ধরা পড়লে কমপক্ষে এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলে জানিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন।
সোমবার এ বিষয়ে তিনি জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্দেশও দিয়েছেন।
জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন জানান, ১৫ অক্টোবর পর্যন্ত কোনো ব্যক্তি চারটির বেশি ইলিশ নিয়ে ধরা পড়লে তাকে এক মাসের কারাদণ্ড দেয়া হবে। ইলিশ কিনলেই তাকে জরিমানা করা হবে। এ ব্যাপারে প্রশাসনকে কড়া নির্দেশ দেয়া হয়েছে।
ইলিশ রক্ষায় আগামী দিনে গ্রামে গ্রামে, পাড়া-মহল্লায় প্রতিরোধ কমিটি গড়ে তোলা হবে বলেও জানান তিনি।
এদিকে, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় চাঁদপুরে ৫ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত ৪শ’ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে এবং এক হাজার ইলিশ ক্রেতাকে জরিমানা করা হয়েছে।
এছাড়াও ৪০ জন ক্রেতাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। অভিযান চলাকালে চাঁদপুরের বিভিন্ন স্থান থেকে প্রায় ৫০ মণ ইলিশও জব্দ করেছে প্রশাসন।
জেলা মৎস্য কর্মকর্তা সফিকুর রহমান জানান, জব্দ করা বেশিরভাগ ইলিশ গরিব ও এতিমদের মধ্যে বিতরণ করা হয়েছে। বাকি ইলিশ একটি মৎস্য হিমাগারে মজুত রাখা হয়েছে।
মন্তব্য চালু নেই