এক অন্ধ মা জীবনে প্রথমবারের মত দেখলেন তার নবজাতককে! (ভিডিও)
জীবনে প্রথমবারের মত নিজের সন্তানকে দেখার অনুভূতি কি তা একজন মাই সবচেয়ে ভালো জানেন, তবে সেই মা যদি হন অন্ধ, তবে কি অপূর্ণ থাকবে তার সেই বাসনা, অনন্য অন্ধ মায়ের জীবনে কি ঘটে জানা নেই, তবে কানাডার এক অন্ধ মা তার নবজাতক সন্তানকে প্রথমবারের মতো দেখলেন উন্নত প্রযুক্তির চশমার মাধ্যমে। আর তার সেই দেখার অনুভুতি ভিডিও অনলাইনে সাড়া ফেলেছে। মায়ের অকৃত্রিম ভালবাসার প্রতিচ্ছবি ফুটে উঠেছে যেন ভিডিওতে।
ইউটিউবে পোস্ট করা একটি ভিডিওতে, যেটা অনলাইনে ব্যাপক সাড়া ফেলেছে, দেখা যায় অন্ধ এই মা উন্নত প্রযুক্তির এক চশমা দিয়ে তার নবজাতক সন্তানকে প্রথমবারের মতো দেখছেন।
২৯ বছর বয়সি এই মায়ের নাম ক্যাথি বেইতজ। ক্যাথি বলেন, ‘নিজের চোখে নিজের প্রথম সন্তানকে এভাবে দেখতে পাওয়া সত্যিই বিস্ময়কর’।
ক্যাথির চোখে স্টারগার্ট বলে এক বংশগত রোগ রয়েছে। একই রোগে আক্রান্ত ক্যাথির বোন ইয়েভন ফেলিক্স জানান, বাচ্চা জন্ম দেওয়ার পরপরই ক্যাথি বাচ্চাকে দেখতে চায়। তখন তার জন্য ই-সাইট গ্লাস নামে এক উন্নত প্রযুক্তির চশমার ব্যবস্থা করা হয়।
মন্তব্য চালু নেই