এক্সপ্রেশন বুটিকের মালিক হাসিকে প্রিয়দর্শিনী এ্যাওয়ার্ড প্রদান
এক্সপ্রেশন বুটিক-এর মালিক হাফিযা মমতাজ হাসিকে প্রিয়দর্শিনী এ্যাওয়ার্ড দিয়ে ভূষিত করা হয়েছে। গত ৯ মে ২০১৫ নয়া দিল্লির হোটেল হায়াত রেজেন্সিতে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতিও কেবিনেট মন্ত্রি শ্রি কাল রাজ মিশরা(ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প মন্ত্রণালয়) এ এ্যাওয়ার্ডটি প্রদান করেন।
অনুষ্ঠানটির আয়োজন করেন ফেদারেশন অব ইন্ডিয়ান ওয়েমেন এন্তারপ্রেনর (‘Federation of Indian women Entrepreneurs’ FIWE).
১৯৯৫ সাল থেকে প্রিয়দর্শিনী এ্যাওয়ার্ড প্রতি বছর সার্ক ভুক্ত দেশের অপ্ল সংখ্যক কিছু মহিলা উদ্দক্তাদের প্রদান করা হয়, যা ফেদারেশন অব ওয়েমেন এন্তারপ্রেনর কমিটি এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প মন্ত্রণালয় এর নিবির যাচাই বাছাই এর পর প্রদান করা হয়। এই এ্যাওয়ার্ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পুরো ভারত জুড়ে সম্মানিত।
মন্তব্য চালু নেই