একুশে টিভির সম্প্রচারে প্রতিবন্ধকতা কেন অবৈধ নয় : হাইকোর্ট
বিনা নোটিশে একুশে টেলিভিশনের সম্প্রচারে প্রতিবন্ধকতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেলে রুল জারি করেছেন হাইকোর্ট।
বুধবার দুপুরে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে একুশে টিভির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক।
স্বরাষ্ট্র সচিব, টেলিযোগাযোগ সচিব, তথ্য সচিব, বিটিআরসির চেয়ারম্যানসহ ১৭ জনকে আগামী তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
মন্তব্য চালু নেই