একবিংশ শতাব্দীর সেরা শচীন টেন্ডুলকার

আন্তজার্তিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন আগেই। তারপরও ক্রিকেটে নিজের আধিপত্য এখনো বিস্তার করে চলছেন শচীন টেন্ডুলকার। একবিংশ শতাব্দীর সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। ভক্তদের অনলাইন ভোটে শতাব্দীর সেরা টেস্ট খেলোয়াড় নির্বাচিত হন ক্রিকেটের জীবন্ত এই কিংবদন্তী।

অনলাইনে ১৬ হাজারেরও বেশি ভক্ত ভোটিংয়ে অংশ নেন। ২০০০ সালের পর থেকে সেরা টেস্ট খেলোয়াড়দের এই প্রতিযোগীতায় অন্তর্ভূক্ত করা হয়েছে। দশ দিন ভোট গ্রহণ শেষে গতকাল এর ফলাফল প্রকাশ করেছে ক্রিকেট ডটকম এইউ ।

মোট ভোটের ২৩ শতাংশ পেয়ে প্রথম হন শচীন। তার পরে মর্যাদাপূর্র্ণ দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রীলংকার উইকেটরক্ষক ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। এর পরের অবস্থানে রয়েছেন যথাক্রমে অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিং। আর পঞ্চম স্থানটি দখলে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অল রাউন্ডার জ্যাক ক্যালিস।

ক্রিকেটে ২৪ বছরের দীর্ঘ ক্যারিয়ারের ২০০ টেস্ট ম্যাচ খেলেছেন শচীন। টেস্ট ম্যাচে তার মোট রান ১৫ হাজার ৯২১। যার গড় ৫৩.৭৮ করে। এর মধ্যে টেস্টে ৫১টি সেঞ্চুরি ও ৬৮টি হাফসেঞ্চুরি রয়েছে এই ব্যাটিং ঈশ্বরের।



মন্তব্য চালু নেই