একটি নগ্ন ফুল!

পৃথিবীতে আমরা সবাই অনেক ফুলের নাম শুনেছি এবং দেখেছি। কিন্তু এমন একটি ফুল কি কেউ কখনও দেখছেন? যা দেখতে উলঙ্গ নারীর মত ! হ্যাঁ, নারীলতা একটি নগ্ন ফুলের নাম!

নারীদের মত দেখতে মনে হয় বলে এ ফুলের নাম দেয়া হয়েছে নারীলতা ফুল। ফুলটি দেখলে অনেকরই হয়তো বিশ্বাস করতে কষ্ট হবে। হিমালয় পর্বতের সারি সারি পাহাড়ের পাশেই এদের জন্ম।

ভারতে এ গাছকে নারীলতা (Nari Lota) বলে থাকে। তাছাড়া থাইল্যান্ড এবং শ্রীলংকাতেও এই ফুল পাওয়া যায়। থাইল্যান্ডে বলে “Nareepol” এবং শ্রীলংকাতে বলে “Liyathabara Mala”।

নারীলতা গাছে প্রতি বিশ বছর পর পর ফুল ফুটে। যে ফুলকে দেখলে অনেকেই ভাবতে পারেন এ গাছে মনে হয় পরীরা আস্তানা গড়ে আছে।

তবে এ নিয়ে বিভিন্ন অনলাইন মিডিয়ায় সংবাদ পরিবেশন কিংবা গুগল ইউটিউবে এ সংক্রান্ত তথ্য থাকলেও অনেকেই তা গুজব বলে উড়িয়ে দেয় । কেননা এটি ফটোগ্রাফারের নিজস্ব তৈরি কৃতিম ফুল কিনা তা নিয়ে বিতর্ক রয়েই যায়। কারন এ ফুলের বিস্তারিত তেমন কোনো তথ্য গবেষকরা আদৌ সঠিকরূপে খুঁজে পায়নি।



মন্তব্য চালু নেই