একক প্রার্থীকে প্রতিনিধি নির্বাচন বৈধ

জাতীয় সংসদ নির্বাচনের কোনো আসনে একক প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রতিনিধি নির্বাচিত করার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে খারিজ করা হয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশে ‘না’ ভোটের বিধান সংযোজনের নির্দেশনা চেয়ে করা রিটটিও।

বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকারের দ্বৈত বেঞ্চ বৃহস্পতিবার এ রিট আবেদন দুটি খারিজ করে দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী রেদওয়ান আহম্মেদ রণজিৎ ও হাসান এমএস আজিম। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

গত বছরের ১৭ ডিসেম্বর জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান খন্দকার আব্দুস সালামের পক্ষে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন দুটি দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান এম এস আজিম।

মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব এবং নির্বাচন কমিশনকে বিবাদী করা হয়েছিল রিটে।

দশম জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থীতা প্রত্যাহারের দিন একক প্রার্থী থাকায় ১৫৪ জনকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করার সূত্র ধরেই রিটটি দায়ের করা হয়।



মন্তব্য চালু নেই