এই শুক্রবারে যে খুতবা নির্ধারণ করে দিলো ইসলামিক ফাউন্ডেশন
জাতীয় মসজিদ বায়তুল মোকাররেম এই শুক্রবার জুমার নামাজে কী খুতবা পাঠ করা হবে তা নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন। এই খুতবা চাইলে দেশের অন্যান্য মসজিদের খতিব-ইমামরা অনুসরণ করতে পারবেন। তবে খুতবাটি কারো উপর চাপিয়ে দেয়া হয়নি বলেও জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২১ জুলাই) ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পঠিতব্য জুমার খুতবা এতদসঙ্গে সংযুক্ত করা হলো। সংযুক্ত খুতবাটি বাংলাদেশের সকল মসজিদের শ্রদ্ধেয় খতিবগণ অনুসরণ-অনুকরণ করতে পারেন।
এরআগে ১৪ জুলাই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ সারাদেশে জুমার খুতবা নির্ধারণ করে দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। সব মসজিদে এ সংক্রান্ত একটি নির্দেশনা পাঠানো হয়। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ রোধ করতেই নতুনে এই উদ্যোগ নিয়েছে তারা।
মন্তব্য চালু নেই