এই শীতে এক মাসে প্রায় শতাধিক শিশু আক্রান্ত

দিনাজপুরের ফুলবাড়ীতে তীব্রশীতে রোটা ভাইরাসের ফলে ডায়রিয়া ও নিমোনিয়ায় গত এক মাসে শতাধিক শিশু আক্রান্ত হয়েছে, এর মধ্যে ১জন মারা গেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলুর রহমান জানান, শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় শূন্য থেকে ৫ বছর বয়সী শিশুরা রোটা ভাইরাসে আক্রান্ত হচ্ছে।

ফলে চলতি সনের ১ জানুয়ারি থেকে এই পর্যন্ত ১০৮ জন শিশু রোটা ভাইরাসে আক্রান্ত হয়ে ডায়রিয়া ও নিমোনিয়া রোগ নিয়ে চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছে।

তিনি আরো বলেন, গত ২৩ জানুয়ারি উপজেলার খাজাপুর গ্রামের মোফাজ্জল হোসেনের শিশু কন্যা মুরশিদা খাতুন (৫) রোটা ভাইরাসে আক্রান্ত হলে তাকে সময়মত হাসপাতালে ভর্তি না করায় একেবারে অসুস্থ হয়ে পড়ে, পরে হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।



মন্তব্য চালু নেই