এই ব্যাঙের নাম জানেন, শুনলে তাক লেগে যাবে?

এই ব্যাঙটি কি খুব দামি? তা না হলে হঠাৎ কাল্পনিক সোনার শহরের উপরে একটি ব্যাঙের নামকরণ কেন? সোনা ব্যাঙের এই নতুন প্রজাতিটিরই খোঁজ পাওয়া গিয়েছে। ব্যাঙ বলে এই সোনা ব্যাঙটিকে আপনি তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারবেন না। রীতিমতো কলম্বিয়ার কিংবদন্তীর সোনার শহর এল ডোরাডোর নামে নামকরণ হয়েছে এই সোনা ব্যাঙের নামে। নাম প্রিস্টিম্যান্টিস ডোরাডো।

সম্প্রতি কলম্বিয়ার রাজধানী বোগোটা থেকে দশ মাইল পূর্বে চিনগাজা জাতীয় উদ্যানের কাছে রাস্তার পাশে একটি ঝোপের মধ্যে থেকে ছোট আকারের এই সোনা ব্যাঙটির ডাক শোনা যায়। পানামার একটি গবেষণাকেন্দ্রের গবেষকরা নতুন প্রজাতির এই ব্যাঙটিকে সেখান থেকেই সম্প্রতি খুঁজে পেয়েছেন। কিন্তু হঠাৎ কাল্পনিক সোনার শহরের উপরে এই একটি ব্যাঙের নামকরণ কেন?

গবেষকদের দাবি, কাল্পনিক এল ডোরাডো যেমন সম্পদে ভরপুর ছিল, ঠিক একইভাবে বাস্তবে কলম্বিয়ার জীব বৈচিত্রও নানা সম্পদে পরিপূর্ণ।

ঈষৎ ফ্যাকাশে রংয়ের এই সোনা ব্যাঙটি আকারে অবশ্য বেশ ছোট। নতুন খুঁজে পাওয়া এই ব্যাঙটির আকার এক ইঞ্চির থেকেও কিছুটা কম। অন্যান্য ব্যাঙের তুলনায় স্ত্রী ব্যাঙদের আকর্ষিত করার জন্য এদের ডাকার ধরনও আলাদা।-এবেলা



মন্তব্য চালু নেই