এই গরমে যেমন পোশাক

শীত চলে গিয়ে আসছে ভ্যাপসা পাগল করা গরম। আর সেসময় এলেই আলমারি থেকে বেরিয়ে পরে ছোট আর পাতলা পোশাক। কিন্তু তাতে তো গরম মানে না।
ছোট আর হালকা পাতলা পোশাক পরলেই যে গরমকে বশ করা যাবে, তেমনটা কিন্তু নয়। গরমে আরও একটু ফুরফুরে হতে বেছে নিন সঠিক কাপড় ও টেক্সচার।

– যদি মনে করেন, ডেনিমের প্যান্টটি আপনাকে গরমে স্বস্তি দেবে, তবে ভুল ভাবছেন। পোশাকের ছোট আকারের জন্যে হয়তো খোলামেলা হতে পারবেন, কিন্তু তাতে গরম লাগা কমবে না। গরমে সত্যি সত্যি ঠান্ডা থাকতে চাইলে বেছে নিন লিনেন বা সুতির প্যান্ট।

– জুতা বাছার ক্ষেত্রে বেছে নিন রঙিন হাওয়াই স্যান্ডেল বা ফ্লিপফ্লপ। খোলামেলা হওয়ায় আরাম পাবেন এতে। কিন্তু সস্তার হাওয়াই পরবেন না। ঘামে ফুসকুড়ি হওয়ার সম্ভাবনা তৈরি হবে।

– ওয়ান পিস ডেনিমকে ‘না’ বলুন। ডেনিম বা জিন্স জিনিসটিকে আলমারিতে তুলে রাখুন। গরমের জন্যে ডেনিম নয়। ডেনিম শীতের সময়ের জন্য। গরমে ডেনিম পরে নিজেকে কষ্ট দেবেন না।

– মোজার ক্ষেত্রেও চুজি হতে হবে আপনাকে। হালকা সুতির মোজা বাছুন। সাদা হলে সবচেয়ে ভালো।

– ফুলহাতা পোশাক পরতে পারেন। এতে হাতে ট্যান পড়বে না। তবে শিফন বা সিল্কের ফুল স্লিভ এড়িয়ে চলাই ভালো। পিওর কটন বা লিনেন পোশাকের দিকে ঝুঁকে যান এই গরমে।



মন্তব্য চালু নেই