এইচএসসি ও সমমান পরীক্ষার নতুন সময়সূচী ঘোষণা
এইচএসসি ও সমমানের স্থগিতকৃত পরীক্ষার নতুন সময়সূচী ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ২৬, ২৭ ও ২৮ এপ্রিলের স্থগিতকৃত পরীক্ষাগুলো যথাক্রমে আগামী ২, ৪ ও ১৬ মে অনুষ্ঠিত হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সুবোধ চন্দ্র ঢালী এ সময়সূচী নিশ্চিত করেছেন।
সুবোধ চন্দ্র ঢালী জানান, আটটি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ২৬ এপ্রিল তারিখের সকাল ও বিকেলের পরীক্ষা ২ মে শনিবার যথাক্রমে সকাল ১০টা ও বিকাল ২টায় অনুষ্ঠিত হবে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ২৭ এপ্রিলের পরীক্ষা ৪ মে সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
২৮ এপ্রিলের স্থগিতকৃত পরীক্ষা ১৬ মে শনিবার সকাল ১০টা ও বিকাল ২টায় অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, ইতোপূর্বে আসন্ন সিটি করপোরেশনের নির্বাচন উপলক্ষে এসব পরীক্ষা স্থগিত করা হয়েছিলো।
মন্তব্য চালু নেই