এইচআরডব্লিউকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল

মানবতাবিরোধী অপরাধে দণ্ডাদেশ প্রাপ্তদের বিষয়ে অবমাননাকর মন্তব্যের প্রেক্ষিতে হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) বিরুদ্ধে করা আদালত অবমাননার মামলাটি নিষ্পত্তি করে দিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে ভবিষ্যতে এমন মন্তব্য করা থেকে বিরত থাকতেও সতর্ক করা হয়েছে এইচআরডব্লিউকে।
বৃহস্পতিবার চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।
এর আগে এদিন মামলাটি আদেশের জন্য নির্ধারণ করা ছিল।
এসময় মানবাধিকার প্রতিষ্ঠান এইচআরডব্লিউ এর পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ড. আসাদুজ্জামান। অপরদিকে রাষ্ট্রপক্ষে উপস্তিত ছিলেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম ও প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে ৯০ বছর কারাদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উত্থাপন করায় হিউম্যান রাইটস ওয়াচের বিরুদ্ধে গত বছরের ২০ আগস্ট আদালত অবমাননার অভিযোগটি দাখিল করেন প্রসিকিউশন।



মন্তব্য চালু নেই