বেসিক ব্যাংক
ঋণ কেলেঙ্কারিতে চেয়ারম্যানের পদত্যাগ, নতুন পর্ষদ গঠন
শেষ পর্যন্ত ঋণ কেলেঙ্কারির কারণে পদত্যাগ করলেন বেসিক ব্যাংকের চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চু। শুক্রবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে এ পদত্যাগপত্র জমা দেন তিনি। শনিবার সকালে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
গত মে মাসে ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে দিতে অর্থমন্ত্রণালয়কে চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক।
সূত্র জানায়, প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ অনিয়মের অভিযোগ রয়েছে বাচ্চুর বিরুদ্ধে। অন্যদিকে এর আগে গত ২৫ মে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলামকে অপসারণ করে কেন্দ্রীয় ব্যাংক।
বেসিক ব্যাংকের পর্ষদের ১১টি সভায় অনুমোদিত তিন হাজার ৪৯৩ কোটি ৪৩ লাখ টাকার ঋণের মধ্যে বেশির ভাগই গুরুতর অনিয়মের মধ্যে হয়েছে। ঋণের অর্থ ফেরত পাওয়া যাবে না জেনেও ঋণ দেয়া হয়েছে এমন অভিযোগ রয়েছে এ ব্যাংকের বিরুদ্ধে।
এদিকে, ঋণ কেলেঙ্কারিতে ভেঙে পড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসিকের নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
ব্যাংকটির চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চু পদত্যাগ করার পর শনিবার দুপুরে অর্থমন্ত্রী এ ঘোষণা দিয়েছেন। শুক্রবার অর্থমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন আবদুল হাই বাচ্চু।
উল্লেখ্য, গত মে মাসে ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে দিতে অর্থমন্ত্রণালয়কে চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক।
নতুন পর্ষদে একজন স্বনামধন্য ব্যাংকারকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
রোববার এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
মন্তব্য চালু নেই