উৎসব-আমেজের মধ্য দিয়ে মির্জাপুর সদয় কৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের “শতবর্ষ পূর্তি” উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মির্জাপুর সদয় কৃষ্ণ মডেল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার বিদ্যালয় চত্বরে আলোচনাসভা, স্মৃতিচারণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দানবীর রণদা প্রসাদ সাহার পুত্রবধূ কুমুদিনী কল্যাণ সংস্থার পরিচালক রোকেয়া পদকপ্রাপ্ত শ্রীমতি সাহা।

শতবর্ষ পূর্তি উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব কুমার বোসের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন সড়ক পরিবহন ও সেতু 10934083_1053189288031069_4403359053573494541_nমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. একাব্বর হোসেন এমপি, একুশে পদক প্রাপ্ত শিক্ষাবিদ প্রতিভা মুৎসুদ্দি, কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ, স্কুলের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম খান প্রমুখ। এর আগে বিদ্যালয়ের ছাত্র, শিক্ষক ও প্রাক্তন ছাত্ররা এ বিশাল র‌্যালি বের করে।

বিকেলে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় দেশের খ্যাতনামা শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।



মন্তব্য চালু নেই