উল্টো স্রোতে জ্যোতিকা জ্যোতি

কর্মক্ষেত্রে সফলতার সঙ্গেই এগোচ্ছিলেন জ্যোতি। বসের প্রতিও বেশ অনুগত তিনি।বস ও তার স্ত্রীর মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলতে থাকলে জ্যোতির সঙ্গে একটি মধুর সম্পর্ক গড়ে উঠে।

তারা একসাথে সময় কাটায়, বাইরে খেতে যায়। এভাবেই উল্টো স্রোতে এগোতে থাকেন জ্যোতি।

ধারাবাহিক নাটক ‘উল্টো স্রোত’ এর কাহিনী এটি। নাটকে বসের ভূমিকার আছেন মীর সাব্বির। সম্প্রতি শুরু হয়েছে শুটিংয়ের কাজ। মাসুম রেজার রচনায় নাটকটি পরিচালনা করছেন সাঈদ শাকিল।

‘উল্টো স্রোত’-এ আরো অভিনয় করেছেন রিচি সোলায়মান, এলেন শুভ্র, ইলোরা গৌহর প্রমুখ।

উল্লেখ্য, ’আয়না’ছবির মধ্য দিয়ে অভিনয় জগতে প্রবেশ করেন জ্যোতিকা জ্যোতি। এরপর কাজ করেছেন অনেক নাটক ও চলচ্চিত্রে। উপস্থাপকের ভূমিকায়ও দেখা গেছে তাকে। ‘একটি ঝড়াক্রান্ত শেফালী গাছ’, ‘মুক্তাহীন ঝিনুক’, ‘সময়ের হাতঘড়ি’, ‘গন্তব্য’ইত্যাদি তার উল্লেখযোগ্য নাটক।

অভিনয়ে স্বকীয়তার ছাপ রাখা এই সফল অভিনেত্রীর চলচ্চিত্রগুলো হলো ‘নন্দিত নরকে’, ‘রাবেয়া’, ‘জীবনঢুলি’, ’বেদেনী’।



মন্তব্য চালু নেই