উল্টো ভবন, দেখতে শত শত মানুষের ভীড়!

মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে সব কিছু নিচের দিকে থাকে। কিন্তু এখানে যেন সেই শক্তি একেবারেই উল্টো! বাড়ির অবকাঠামো থেকে শুরু করে আসবাবপত্র সব কিছু উল্টো। কিন্তু কি করে সম্ভব? আর কেনই বা এই অদ্ভুত বাড়ি!

তাইওয়ানের রাজধানী তাইপেতে সম্পূর্ণ উল্টো একটি তিনতলা ভবন তৈরি করা হয়েছে। ভবনটি প্রমাণ সাইজ চেয়ার ও টেবিল দ্বারা সুসজ্জিত করেছে এবং সিলিংয়ের সাথে গাড়ি রাখার ব্যবস্থাও আছে।

ডাইনিং টেবিল, সোফা সেট, ফুলদানি, বেসিন ইত্যাদি সব কিছুই উল্টো করে অর্থাৎ উপরের দিকে ঝুলে আছে।

135411_1

বিশ্বের অদ্ভুত ও ব্যতিক্রমধর্মী এই ভবনটি দেখতে শত শত মানুষ ভীড় করছে। তাদেরই একজন হুয়াং চেং-শিয়াং (২৯)।

এই দর্শনার্থী বলেন, উল্টো করে তৈরি ভবনটি দেখে তিনি অভিভূত। তার কাছে এটা চলচ্চিত্র অথবা স্পাইডার ম্যানের মত মনে হচ্ছে।

ভবনটিতে ৩৫০০ বর্গফুট জায়গা রয়েছে। এটি তৈরিতে সময় লেগেছে প্রায় দুই মাস আর খরচ হয়েছে প্রায় ৬ লাখ ডলার অথবা পৌনে ৫ কোটি টাকা।

https://youtu.be/nbHHVSAGDRo



মন্তব্য চালু নেই