সারিয়াকান্দিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট
উপজেলা পর্যায়ে চূড়ান্ত খেলা অনুষ্ঠিত
সারিয়াকান্দিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উপজেলা পর্যায়ে চূড়ান্ত খেলা অনুষ্টিত হয়েছে।
শনিবার বিকাল ৪টায় সারিয়াকান্দি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পর্যায়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টে চূড়ান্ত খেলায় শোলারতাইড় সরঃপ্রাঃ বিদ্যালয় বালক দল চ্যাম্পিয়ন ও কড়িতলা সরঃ প্রাথঃ বিদ্যালয় রানার্স আপ হয়। বড় কুতুবপুর সরঃপ্রাথঃ বিদ্যালয় বালিকা দল চ্যাম্পিয়ন ও গণকপাড়া সরঃপ্রাথঃ বিদ্যালয় বালিকা দল রানার্স আপ হয়। উভয় দলের অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন আব্দুল মান্নান এমপি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কামরুল হাসান, আব্দুল মান্নান মহিলা কলেজের অধ্যক্ষ শাহআলম লতা, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাডঃ মন্তেজার রহমান মন্টু পিপি, যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শেখ ফরিদ আহম্মেদ, নাছিম রানা, পবিত্র কুমার, দেবাশীষ কুন্ডু, ওয়াহেদুর রহমান, আশরাফ আলী, আব্দুল মোমিন, গনকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ মামুন, শাহজাহান আলী, আব্দুল গফুর, রোখসানা বেগম প্রমুখ।
এর আগে সকাল ১০টায় আব্দুল মান্নান এমপি উপজেলা শিক্ষা অফিস আয়োজিত সারিয়াকান্দি মডেল সরঃ প্রাঃ বিদ্যালয় মাঠে উপজেলার সকল সরঃপ্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক/শিক্ষিকাগনের সহিত প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়ন শীর্ষক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কামরুল হাসান।
মন্তব্য চালু নেই