উন্নয়ন কাজের মান বজায় রাখার তাগিদ এলজিআরডি মন্ত্রীর

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন উপজেলা পর্যায়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে উপজেলা চেয়ারম্যানদের প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে এসোসিয়েশন অব বাংলাদেশ উপজেলা পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এ কথা বলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, এসোসিয়েশনের সভাপতি মোজাম্মেল হক সরকার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

উপজেলা পরিষদের আয় স্থানীয়ভাবে বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে এলজিআরডি মন্ত্রী বলেন, উপজেলা চেয়ারম্যানরা হচ্ছেন স্থানীয় সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপ্রতিনিধি।

মন্ত্রী উপজেলাসমূহের আওতাধীন উন্নয়ন প্রকল্পের কাজের সঠিক মান ও নির্ধারিত সময় বজায় রাখার আহ্বান জানান।

মোশাররফ হোসেন বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমেই সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়িত হয়, তাই এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকতে হবে।

উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের নেতারা তাদের মাসিক সম্মানীভাতা বৃদ্ধিসহ বিভিন্ন সমস্যার কথা মন্ত্রীকে অবহিত করেন। মন্ত্রী সব যৌক্তিক দাবি পূরণে তাদের আশ্বস্ত করেন।



মন্তব্য চালু নেই