উত্তরায় খাল থেকে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার

রাজধানীর উত্তরার ১৪ নম্বর সেক্টরে বৌদ্ধমন্দিরের পাশের খালে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে।
খালের ভেতর লুকিয়ে রাখা ১০৮টি পিস্তল, ২১৭টি ম্যাগাজিন, ১০০০ রাউন্ড গুলি এবং ১১টি বেয়নেট পাওয়া গেছে। দুর্বৃত্তরা নাশকতার জন্য এগুলো লুকিয়ে রাখতে পারে পুলিশ ধারণা করছে।
সন্ধ্যা সাড়ে ৭ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত ছিল।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার প্রধান মাসুদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সঙ্গে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ওই খালে উদ্ধার তৎপরতা শুরু করে। দুপুর ২টা থেকে ডুবুরিদের অভিযান শুরু হয়। অস্ত্রের সন্ধান মেলে বিকেলে।
খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তাদের সামনে উদ্ধার তৎপরতা অব্যাহত ছিল। এ ঘটনা কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান মাসুদুর রহমান।






















মন্তব্য চালু নেই