উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক
বগুড়ার নশরৎপুরে লালমনি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইচ্যুত হওয়ার পাঁচ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
বগুড়া রেলস্টেশনের স্টেশন মাস্টার বেনজুরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে বোনারপাড়া-সান্তাহার রেল পথে নশরৎপুর স্টেশনের কাছে ওই ট্রেনের একটি বগি লাইচ্যুত হয়। পরে বেলা ১২টার দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধার করলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।’
প্রসঙ্গত, শুক্রবার সকালে ঢাকা থেকে লালমনিরহাটগামী আন্তঃনগর ট্রেন লালমনি এক্সপ্রেস সান্তাহার জংশন স্টেশনে যাত্রাবিরতি করে। পরে লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা দিয়ে আদমদীঘি স্টেশন অতিক্রম করে নশরৎপুর স্টেশনের কাছে পৌঁছলে ট্রেনটির পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। আর বগি লাইনচ্যুত হওয়ায় বোনারপাড়া- সান্তাহার এবং লালমনিরহাট- সান্তাহার রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়াও উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
মন্তব্য চালু নেই