উখিয়ায় বন্যহাতির তান্ডবে সাবাড় হচ্ছে বাগানের আম, কাঠাল

কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন এলাকায় বন্যহাতির দল লোকালয় থেকে বের হয়ে প্রতিরাতেই কোন না কোন খানে তান্ডব চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে। এসব বন্যহাতির দল শক্তি প্রয়োগ করে বাগানের আম, কাঠাল ঝেড়ে ভোগ করার কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে হতদরিদ্র পরিবারেরা। গ্রামবাসীরা আশংকা রাতের আধারে চিরাচরিত নিয়ম অনুযায়ী চলাফেরা করতে গিয়ে বন্যহাতির কবলে পড়ে প্রাণহানি ঘটতে পারে।

রাজাপালং ইউনিয়নের দোছড়ি গ্রামের আমির হোছন, ছৈয়দ আলম, শামশুল আলম ও আলী আকবর সহ একাধিক লোকজন জানান, গত কয়েক দিন ধরে প্রতিরাতে বন্য হাতির দল তাদের বাড়িতে হানা দিয়ে আম, কাঠাল সাবাড় করছে। এমনকি গাছ ভেঙ্গে ফলজ দ্রব্য খেয়ে ফেলার কারণে এলাকা জুড়ে আতংক বিরাজ করছে।

একইভাবে কুতুপালং লম্বাশিয়া, হাঙ্গরঘোনা, দোছড়ি, হাতিমোরা এলাকার একাধিক লোকজন জানান, হাতির ভয়ে সন্ধ্যা নামলেই লোকজন বাড়ির বাইরে যেতে পারছে না। এসব হাতির দল তাড়ানোর চেষ্টা করলে উল্টো বসত বাড়ি ভাংচুর করে বলেও অভিযোগ উঠেছে।



মন্তব্য চালু নেই