উইপোকার পেটে আড়াই কোটি টাকা !

উইপোকার উত্‍পাত নতুন ঘটনা নয়। যা সামনে পড়ে তা-ই ভক্ষণ করে। বহু গুরুত্বপূর্ণ ফাইল হজম করে ফেলে ওই ক্ষুদ্রকায় কীট। কিন্তু এ খবরটিতে প্রমাণ হলো শুধু রাজনৈতিক নেতা বা আমলারাই নন, কোটি টাকা গায়েব করা উইপোকাদের কোনো ব্যাপারই নয়!

আড়াই কোটি টাকার সরকারি সম্পত্তি নির্দ্বিধায় খাদ্য বানিয়ে ফেলল উইপোকার দল। মাথায় হাত হরিয়ানার ঝাজ্জর জেলা প্রশাসনের। গত সপ্তাহেই বিড়ম্বনার বিষয়টি নজরে আসে ঝাজ্জর জেলার ট্রেজারি অফিসারের।

দপ্তরের চোখ কপালে তুলে ট্রেজারি অফিসের আড়াই কোটি টাকার স্ট্যাম্প পেপার নষ্ট করে দিয়েছে উইপোকার দল। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই ট্রেজারি অফিসের স্ট্রং রুম তালাবন্ধ ছিল। গত সপ্তাহে ঘর সাফাইয়ের জন্য তালা খোলা হয়।

পুরনো ফাইল সরানোর সময়ই চোখ কপালে উঠে যায় অফিসারদের। স্ট্যাম্প পেপারগুলো অর্ধেক খাওয়া হয়ে গেছে উইপোকার। হিসাব করে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে আড়াই কোটি টাকা।

ট্রেজারি অফিসার রাজীব মালিকের কথায়, স্ট্যাম্প পেপারগুলোর এ অবস্থা দেখে আমি হতভম্ব হয়ে যাই। প্রত্যেকটি পেপারের দাম ৫ হাজার টাকা। রাজ্য সরকারের গাফিলতিতে সব মিলিয়ে আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে।



মন্তব্য চালু নেই