ঈসা (আঃ) থেকে মুহাম্মদ (সাঃ) পর্যন্ত পৃথিবীর ইতিহাসের উল্লেখযোগ্য কিছু ঘটনা
১ সাল
যীশুর জন্ম বছর।(মতান্তরে)
৩০ সাল
জেরুজালেমের প্রান্তে কা্লভারি নামক স্থানে ক্রুশ বিদ্ধ হয়ে অবশেষে যন্তনা ও লাঞ্ছনা মধ্যে যীশু মৃত্যুবরন করেন।
৪৩ সাল
টেমস্ নদীর তীরে অবস্থিত লন্ডন যুক্তরাজ্যের রাজধানী,প্রথম দিকে এখানে রোমানরা বাস করতো।
৫০সাল
পৃ্থিবীর জনসংখ্যা ছিল মাএ ২৫-৩০ কোটির মধ্যে।
সেইন্ট টমাস ভারতে আসেন।(তিনি প্রথম ধর্ম প্রচারক)
৬৫সাল
সেনেকা(দার্শনিক)সম্রাট নিরো মৃত্যুদন্ডে দন্ডিত করেন।
৬৮সাল
পেরি প্লাস করতোয়া নদীকে সমুদ্র জাহাজ চলাচল দারা ব্যস্ত একটি বৃহৎ নদী হিসেবে উল্লেখ করেন।
৭০সাল
রোমানগন জোর করে জেরুজালেম অধিকার করে এবং ইহুদীদের মন্দির ধবংস করে দেয়।
৭৮সাল
কনিস্কের সিংহাসন আরোহন।
শতাব্দীর শুরু হয়।
200সাল
২০০সাল
প্রসব সংক্রান্ত আচার-অনুষ্ঠানের ইতিবৃও জানা যায়।(চরকসংহিতা)
২৫৫সাল
সারাসিন যুগে দূর্গের ছাদে অগ্নি রাখা হত।
২৬৯সাল
জন্মান্ধ কারারক্ষী কন্যাকে ভালোবেসে ফাঁসিতে ঝুলতে হলো সেন্ট ভ্যালেন্টাইনকে।(১৪ ফ্রেরুয়ারী)
২৭০সাল
গ্রিক দার্শনিক এপিকিউরাস মৃত্যুবরন করেন।
৩০০সাল
৩০০সাল
গ্রীক পন্ডিত ‘ইউক্লিড’ Elements রচনা করেন।
৩২০সাল
শুরু হয় রাজ বংশের ক্ষমতা হোরন।
৩৩০সাল
বাইজোন্টাইন সভ্যতা প্রতিষ্ঠিত করেন,সম্রাট কন্সটাইন।
৩৫০সাল
চা পানের প্রথম ঊল্লেখ দেখা যায় চীনা সাহিত্যে।
৩৫৪সাল
‘সেন্ট অগাষ্টিন’ উওর আফ্রি্কার ট্যাগাষ্টি শহরে জন্ম গ্রহন করেন।
৩৯৯সাল
ফা-হিয়েন ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।(চৌনিক বৌব্দ।)
৪০০সাল
৪০৫সাল
কুমার বীজ সম্রাটের আদেশে ৮শ বৌব্দ ভিক্ষুর সহায়তায় সংস্কৃত প্রজ্ঞাপারমিতা ও দশভূমীশর চীনা ভাষায় অনুবাদ করেন।
৪১০সাল
রোমের পতনের সঙ্গে প্রাচীন যুগ শেষ হয়ে গেল,ধরা হয়।
৪১৪সাল
ফা-হিয়েন চীনে প্রর্ত্যাবতনের জন্য তাম্রলিপ্তি বন্দর থেকে সমুদ্র যাত্রা শুরু করেছিলেন।
৪৭৬সাল
চূড়ান্তভাবে রোমান সাম্রাজ্যের পতন ঘটে।
৪৯৯সাল
প্রাচীন ভারতীয় জ্যোর্তিবিদ ও কবি বরাহমিহির জন্মগ্রহন করেন।(আনুমানিক)
৫০০সাল
৫৫৫সাল
খাদিজা(রাঃ)(হযরত মুহাম্মদ এরপত্নী) জন্মগ্রহন করেন।
৫৬৯সাল
ইথিওপিয়ান সৈনিকদের মক্কা অবরোধর সময় গুটি বসন্ত রোগ মহামারী আকার ধারন করে।
৫৭০সাল
হযরত মুহাম্মদ (সঃ) জন্মগ্রহণ করেন।
৫৭৩সাল
হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) জন্মগ্রহণ করেন। (হযরত মুহাম্মদ (সঃ) এর বিশ্বস্ত সঙ্গী।)
৫৭৬সাল
হযরত উসমান (রাঃ) তৃতীয় খলিফা মক্কায় জন্মগ্রঞন করেন।
৫৯৯সাল
আবু হুয়ায়রা (রাঃ) জন্মগ্রহণ করেন। (হযরত মুহাম্মদ (সঃ) এর প্রিয় সাহাবী।)
মন্তব্য চালু নেই