ঈদ বোনাস চান সংসদ সদস্যরা

সবাই উৎসব বোনাস পেলেও সংসদ সদস্যরা তা পান না উল্লেখ করে ঈদ বোনাসের দাবি জানিয়েছেন গাইবান্ধা-৩ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ডা. মো. ইউনুস আলী সরকার। এ সময় টেবিল চাপড়ে তার এ দাবির প্রতি সমর্থন জানান অন্যান্য সাংসদ।

বৃহস্পতিবার (১৬ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৬-১৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি জানান।

তিনি বলেন, ‘বিভিন্ন উৎসবে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ঈদ বোনাস পান। কিন্তু আমরা কেন বোনাস পাই না? আমরাও বোনাস চাই। আমাদেরও বোনাসের ব্যবস্থা করা হোক।’

ডা. মো. ইউনুস আলী বলেন, ‘প্রত্যেক সংসদ সদস্যের জন্য আগে যে ২০ কোটি থোক বরাদ্দ দেয়া হয়েছিল, তা দিয়ে এমপিরা এলাকার উন্নয়ন করেছেন। এখানে একটি পয়সাও এমপিদের পকেটে যায়নি বলে আমি বিশ্বাস করি।’ তিনি প্রত্যেক সংসদ সদস্যের জন্য একশ কোটি টাকা বরাদ্দের দাবি জানান।



মন্তব্য চালু নেই